শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৪:৫০ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট সংলগ্ন টিলা বাড়ির জেলেদের সঙ্গে নৌ-পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) মেঘনা নদীতে আইন অমান্য করে জেলেরা জাটকা মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আইন অমান্য করে জাটকা মাছ নিধনকালে জেলেদের ধাওয়া করলে জেলেরা নদীর তীরে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। নৌ-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড গুলিবর্ষণ করে।
চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে নৌ থানা ইনচার্জ জহিরুল ইসলাম ফোর্স নিয়ে নদীতে অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে টিলা বাড়ির জেলে ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে রাতে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করেছে।