বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদের পাতা ডেস্ক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) টাঙ্গাইলের এলেঙ্গায় একটি এলপি গ্যাস সিলিন্ডার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে, বিপিসি নিজস্ব অর্থায়নে একটি প্রকল্প গ্রহণের ফিজিবিলিটি স্টাডি করবে। বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বিপিসির চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এলপি গ্যাস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভায় রবিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রস্তাবিত কারখানাটি থেকে বছরে বিশ লাখ সিলিন্ডার উৎপাদন করার লক্ষ্য রয়েছে। ফিজিবিলিটি স্টাডির ফলাফলের ভিত্তিতে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হবে এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দেশে বর্তমানে এক কোটি ষাট লাখ এলপি গ্যাস সিলিন্ডারের চাহিদা আছে যা ক্রমশ বাড়ছে।