সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৪:০৬ পূর্বাহ্ন
প্রিয় নেত্রী,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতির মনোনয়নের দরকার হয়না। মনোনয়ন দরকার হয়না কৃষক কুলের নয়নের মনি আব্দুর রব সেরনিয়াবাতের নাতির। দক্ষিণ বাংলার সিংহ পুরুষ,পার্বত্য শান্তিচুক্তির রূপকার আবুল হাসানাত আব্দুল্লার ছেলের মনোনয়ন দরকার হয়না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার ভাইয়ের ছেলের মনোনয়নের প্রয়োজন হয়না। কিন্তু মনোনয়ন দরকার বরিশাল মহানগরীর অবহেলিত জনগনের।
একজন সেরনিয়াবাত সাদেক আব্দুল্লার মনোনয়ন দরকার বরিশালকে তিলোত্তমা নগরী করতে স্বপ্ন দেখা সেই সব আমজনতার। দলের দুঃসময়ে বরিশালের তৃণমূল আওয়ামীলীগে প্রাণের জোয়ার আনা সাদেক ভাইই পারবে প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালকে বাংলাদেশের একটি সর্বোৎকৃষ্ট আধুনিক নগরী রূপে গড়ে তুলতে।
জননন্দিত প্রাক্তন সফল মেয়র মোঃ শওকত হোসেন হিরন সাহেবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে বরিশালবাসীর একজন সাদেকের খুব প্রয়োজন।
মাননীয় প্রধানমন্ত্রী,
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নিজের জন্য মনোনয়নের দরকার নেই;কিন্তু দরকার আমাদের সমগ্র বরিশালবাসীর। আমাদের প্রাণের দাবীকে সফল করুন।
রিয়াজ হাওলাদার
একজন ছাত্রলীগ কর্মী